বক্তব্য না দিতে পেরে রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের ভাঙচুর
নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ না পেয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ভাঙচুর চালিয়েছে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের পর এ তাণ্ডব চালানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় পাঁচ শতাধিক চেয়ার-টেবিল তছনছ ও অতন্ত ১০টি ফ্যান ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় জানালার কাঁচও। ভাঙচুর শেষে ক্যাম্পাসে ব্যাপক শোডাউন দেয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদশী কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথম পর্বের শিক্ষার্থীদের পরিচিতি পর্ব শেষে মিছিল নিয়ে গিয়ে তালা ভেঙে মিলনায়তনে প্রবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চ, চেয়ার-টেবিল ও স্ট্যান্ডফ্যান ভাঙচুর করেন। ওই তাণ্ডবে নেতৃত্ব দেন পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল (রিগেন) ও রাশেদ রহমান। ভাঙচুর শেষে মিছিল নিয়ে বেরিয়ে যান তারা। কর্তৃপক্ষের দেয়া খবরে পুলিশে পরে ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনার দায় স্বীকার করে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমান বলেন, শোকের আগস্ট শুরু হলেও ওই অনুষ্ঠানে এ নিয়ে কোনো শোক পালন করা হয়নি। তাছাড়া এতে নেতাদের বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়নি। তাই ক্ষুদ্ধ কিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে।
তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন জানান, অনুষ্ঠানের শুরুতে শোকের মাসের জন্যে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এছাড়া শোকের মাসের কথা বলেই অনুষ্ঠান শুরু করা হয়।
তিনি আরো বলেন, ওই অনুষ্ঠানে পলিটেকনিক শাখা ছাত্রলীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা সময়মত না আসায় আগেই শেষ হয়ে যায় অনুষ্ঠান। পরে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওই হামলা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানান অধ্যক্ষ।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস