চাঁদপুরে বাস-স্কুটার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৩০ এএম, ০২ আগস্ট ২০১৭
ছবি-প্রতীকী

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাজারে বাসের সঙ্গে সিএনজি চালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষে স্কুটারের চালকসহ ২ জন নিহত ও ২ জন গুরতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার দেবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ রামড়া বড়বাড়ি গ্রামের মো. ইউছুফ মিজির ছেলে মুকবুল হোসেন (৩২) ও উওর ইচলী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মহরম বেপারী (২০)। আহতরা হলেন, ঢাকার টিপু সুলতার রোডের বাসিন্দা মৃত আবু ইউসুফ চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম (৫৫) ও একই এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে রবিন (৩০)।

পুলিশ ঘাতক বোগদাদ বাস ও সিএনজি চালিত স্কুটারটি উদ্ধার করে হাজীগঞ্জ থানায় নিয়ে গেছে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রীনাত হাসপাতালে এসে নিহত মুকবুল হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মডেল থানায় নিয়ে আসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইকরাম চৌধুরী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।