কার্গো জাহাজের ধাক্কায় ৩ জেলে নিয়ে নৌকা ডুবি


প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩০ মে ২০১৫
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা নৌকা ডুবে গেছে। তবে ডুবে যাওয়া নৌকার তিন জেলে সাঁতরে তীরে উঠেছেন। এ নৌকা ডুবির ঘটনায় নৌকা, জাল ও অন্যান্য মালামালসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জেলেরা জানান।

ডুবে যাওয়া নৌকার জেলেরা ও এলাকাবাসী জানান, শনিবার সকালে শরনখোলা উপজেলার উত্তর সাউথখালীর বলেশ্বর নদীতে একটি নৌকায় করে ৩ জেলে মাছ ধরছিলেন। এসময় মালবাহী একটি কার্গো জাহাজ  মাছধরারত ওই নৌকাটিতে ধাক্কা দিলে নৌকাটি দুমড়ে-মুচড়ে নদীতে ডুবে যায়। এসময় নৌকায় থাকা তিন জেলে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।

ডুবে যাওয়া নৌকা থেকে প্রাণে রক্ষা পাওয়া জেলেরা হচ্ছেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী এলাকার মাসুম আকন (৪৮), দুলাল ফরাজী (৪৬) ও আনোয়ার জমাদ্দার (৪০)।

শওকত আলী বাবু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।