রূপগঞ্জে ৭০ ভরি স্বর্ণ চুরি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরদল প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় ঘটে এ চুরির ঘটনা।
স্বর্ণ ব্যবসায়ী তপন চন্দ্র দাস জাগো নিউজকে জানান, ভোর রাতের যেকোনো সময় পিতলগঞ্জ এলাকার নিজ বসতঘরের একটি কক্ষে সিন্ধুকে রাখা ২৫ লাখ টাকা মূল্যের ৭০ ভরি ওজনের স্বর্ণ চুরি নিয়ে যায় চোরেরদল। সকালে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে অবহিত করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত-ওসি) এবিএম মেহেদী মাসুদ জাগো নিউজকে বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত হবে। তখন ব্যবস্থা গ্রহণ করা যাবে।
মীর আব্দুল আলীম/এমজেড/আরআইপি