ঠাকুরগাঁওয়ে নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৩ আগস্ট ২০১৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তের নাগর নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর একই পরিবারের দুই বোনের মরদেহ উদ্ধার করেছে রংপুরের ডুবুরি দল।

বৃহস্পতিবার দুপুরে ২৪ ঘণ্টা নিখোঁজের পর মাহাবুবা (১২) ও মাহাফুজা (১০) দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ২টায় বেউরঝাড়ী সীমান্তের নাগর নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন সহোদর নিখোঁজ হয়। ওই সময় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার অভিযানে এদের মধ্যে সাইদ আলীর মেয়ে সায়মাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

অপর দুই সহোদর মাহাবুবা ও মাহাফুজা নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে রংপুর হতে একটি ডুবুরি দল এসে অভিযান উদ্ধার কাজ সন্ধ্যা পর্যন্ত চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়। বৃহস্পতিবার ওই ডুবুরি দল আবার অভিযান চালিয়ে দুপুরে দুই বোনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মরদেহ উদ্ধারের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান নিহতদের দেখতে যান ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

দুই বোনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টা পর রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

মো. রবিউল এহসান রিপন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।