বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৭ আগস্ট ২০১৭

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা জেলার নাচোল উপজেলার আঝইর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে গোলাম মোস্তফা পাইকড়া কমিউনিটি ক্লিনিকের পাশে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনা শুনেছি তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।