জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩১ মে ২০১৫

জয়পুরহাটের হিচমী বাজারের বিজলী ফিড মিল কারখানার সামনের রাস্তায় ট্রাক্টরের ধাক্কায় বাঁধন করিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী আহত হন। আহত মোটরসাইকেল আরোহীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও জয়পুরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী বাজারের বিজলী ফিড মিল কারখানার সামনে ট্রাক্টরটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।