জয়পুরহাটে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক


প্রকাশিত: ১২:১৭ পিএম, ৩১ মে ২০১৫
প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাই উপজেলার শমসিরা গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আব্দুর রশিদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের মৃত. সিরাজ উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রশিদ রোববার ওই বাড়িতে ধান কিনতে আসে। এসময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হলে বাড়ির লোকজন রশিদকে ঘরে বসতে দিয়ে তড়িঘড়ি করে উঠানসহ বাইরের রাস্তায় শুকাতে দেয়া খড় তুলতে যায়। এ সুযোগে লম্পট রশিদ ওই শিশুকে এক গ্লাস পানি আনতে বলে। শিশুটি পানি নিয়ে ঘরে প্রবেশ করলে রশিদ তাদের বাড়িতেই চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করে।

এসময় শিশুর চিৎকারে বাবা-মাসহ স্থানীয় লোকজন বাড়িতে প্রবেশ করে অসুস্থ অবস্থায় শিশুকে উদ্ধার করে এবং একই সাথে ধর্ষক রশিদকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতা শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ছাড়া শিশুটির চিকিৎসার জন্য কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।