শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৮ আগস্ট ২০১৭
ফাইল ছবি

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাঁচটি ‘কে’ টাইপ ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার সম্ভব হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

সোমবার দিবাগত রাত দেড়টা দিকে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়। যা এখনো চলছে।

মাওয়া বিআইডব্লিটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে লৌহজং চ্যানেলটি দিয়ে প্রতিনিয়ত ফেরি চলাচলে বাধার সৃষ্টি হয়। গত রাতে নৌমন্ত্রী পদ্মা সেতুর কাজসহ ফেরি চলাচলের রুটটি পরিদর্শন শেষে দ্রুত লৌহজং পয়েন্টে ড্রেজিংয়ের নির্দেশ দেন।

তিনি আরও জানান, রাত থেকে রো রো ও টানা ফেরি বন্ধ রয়েছে। যানবাহন পারাপার হচ্ছে কিশোরী, কেতকী, ক্যামেলিয়া, ফরিদুর ও কুমিল্লা নামের পাঁচটি ‘কে’ টাইপ ফেরি দিয়ে। এ সকল ফেরি দিয়ে ছোট ও হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। তবে খুব দ্রুতই এ রুটে পুরোদমে সচল হবে ফেরি চলাচল।

মাওয়া নৌ ফাঁড়ি ইনচার্জ সুরজিত কুমার ঘোষ জানান, চায়নার একটি টিম ড্রেজিংয়ের কাজ করছে লৌহজং পয়েন্টে। এ জন্য ফেরি চলাচল অনেকাংশেই বন্ধ রয়েছে।

এদিকে শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন। তাছাড়া শিমুলিয়া থেকে চন্দ্রেরবাড়ি মেইন রাস্তা পর্যন্ত ট্রাক। কাভার্ডভ্যানের দীর্ঘ লাইনও রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।