শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ড্রেজিংয়ের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পদ্মার নদীর লৌহজং টার্নিং পয়েন্টের মুখের ড্রেজিং সম্পূর্ণ হয়ে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টা থেকে ড্রেজিং কাজ শুরু হলে ব্যাহত হয় ফেরি চলাচল।
মাওয়া বিআইডব্লিটিসি’র ব্যবস্থাপক বাণিজ্য (ম্যানেজার) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হলেও, এখন ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
তিনি আরও জানান, লৌহজং টার্নিং পয়েন্টার মুখে ড্রেজিং শুরু করা হয় গত রাত থেকে। এখন সেখানকার ড্রেজিং শেষ হয়েছে তবে চ্যানেলটিতে ড্রেজিং অব্যাহত রয়েছে। এতে ফেরি চলাচলে তেমন বাধার সৃষ্টি হচ্ছে না। আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে চ্যানেলটিতে ড্রেজিং করা হচ্ছে বলেও জানান তিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস