বার বার বিয়ে করায় বাবাকে শিকলে বেঁধে রাখল ছেলে!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৯ আগস্ট ২০১৭

ঝালকাঠির নলছিটি উপজেলায় বার বার বিয়ে করায় ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন এক ছেলে। বাবাকে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ওই বাবার নাম তোফাজ্জেল হোসেন সোহরাব মোল্লা। এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন তিনি। একাধিক বিয়ে করে ওই বৃদ্ধ নিজের জমি বিক্রি করে খাচ্ছেন। সেই সঙ্গে নতুন করে বিয়ে করার সুযোগ খুঁজছেন ওই বৃদ্ধ।

এ অবস্থায় বড় ছেলে মো. রাসেল তার বাবাকে এসব কাজ থেকে দূরে থাকতে এবং জমি বিক্রি করতে নিষেধ করেন। কয়েকদিন আগে কাউকে না জানিয়ে ৫ কাঠা জমি বিক্রি করেন ওই বৃদ্ধ।

পরে ছেলে রাসেল জানতে পেরে বাবার কাছে জমি বিক্রির টাকা চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বৃদ্ধ বাবাকে লোহার শিকলে বেঁধে রাখেন ছেলে রাসেল।

গত রোববার সকালে নলছিটি উপজেলার মালোয়ার গ্রামের বৃদ্ধ তোফাজ্জেল হোসেন সোহরাব মোল্লার নিজ ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাবাকে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। পরে পুলিশ ঘটনাটি জানতে পারে।

অভিযান চালিয়ে গত রোববার সন্ধ্যায় নিজ ঘর থেকে সোহরাব মোল্লাকে উদ্ধার করে নলছিটি থানা হেফাজতে রাখে পুলিশ। সেই সঙ্গে ছেলে রাসেলকে ধরতে একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ। বিষয়টি টের পেয়ে ছেলে রাসেল আত্মগোপন করেন।

গতকাল মঙ্গলবার (০৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ছেলে রাসেলকে মায়োয়ার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। নলছিটি থানা পুলিশের এসআই শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাসেল মোল্লার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে দুইটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শিকলে বাঁধার ঘটনায় বাবা কোনো অভিযোগ না দেয়ায় রাসেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

গ্রেফতার রাসেল মোল্লাকে বুধবার দুপুরে দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান বলেন, ছেলে বাবাকে শিকলে বেঁধে রাখার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখি। ছেলেকে গ্রেফতারের পর বাবার কোনো অভিযোগ না থাকায় আগের দুই মামলায় ছেলে রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মো. আতিকুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।