আদালত চলাকালীন প্রকাশ্যে পিয়নকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৯ আগস্ট ২০১৭

ভোলা জর্জ কোর্ট এলাকায় অতর্কিত হামলা চালিয়ে আইনজীবী সমিতির পিয়ন স্বপন কৃষ্ণ দে’কে দা দিয়ে কুপিয়ে জখম করেছে রুবেল নামের এক যুবক।

বুধবার সকালে আদালত চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। আহত স্বপন কৃষ্ণ দে বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুবেল পৌর আলগী ২নং ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তাকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০টার দিকে আদালত চলাকালীন সময়ে ওই এলাকায় ভোলা জেলা আইনজীবী সমিতির পিয়ন স্বপন কৃষ্ণ দে’কে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে রুবেল। পরে সিনিয়র আইনজীবী মাকসুদুর রহমান তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠান।

তবে কী কারণে রুবেল এ হামলা করেছে, তা জানা যায়নি। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর থানা পুলিশের এসআই মো. ইয়াসিন বলেন, রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।