মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১১ আগস্ট ২০১৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের সরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জোনায়েদ (০৬) ও রোহান (৮)। এ ঘটনায় আহত মাকসুদা বেগমকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং অপর আহত রুহুল আমিনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, জোনায়েদ ও রোহান পুকুরের পানিতে গোসল করতে নেমে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।