শ্রীবরদী সীমান্তে মৃত বন্যহাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১২ আগস্ট ২০১৭

শেরপুরে শ্রীবরদীর সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামের একটি খেত থেকে বন্যহাতির একটি মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে দুপুরে ঘটনাস্থলের পাশেই গর্ত করে হাতির মরদেহটি পুঁতে রাখা হয়।

বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মাদি হাতি (নারী হাতি)। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। হাতিটি গর্ভবতী ছিল। বৃহস্পতিবার রাতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত ও চারজন আহত হওয়ার পর নিকটবর্তী এলাকা থেকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

তারিকুল ইসলাম আরও বলেন, ওদিন বন্যহাতির একটি দল পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে এলাকার লোকজনের ঘরবাড়িতে হানা দিয়ে ধান-চাল খেয়ে সাবাড় করে। সেখানে একটি বস্তায় রাখা ইউরিয়া সারও বন্যহাতি খেয়ে ফেলে। এ থেকে বনবিভাগের কর্মকর্তাদের ধারণা, বন্যহাতিটি বিষয়ক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।