নেত্রকোনায় দশদার কংশ নদীতে ট্রলার ডুবে মৃত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০২ জুন ২০১৫

নেত্রকোনার দশদার কংশ নদীতে মঙ্গলবার সকাল ১০টার দিকে ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নেত্রকোনা সদরের ঠাকুরাকোণা লঞ্চঘাট থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) হাজিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় বারহাট্টা উপজেলার দশধার ব্রিজের নীচে অতিরিক্ত স্রোতে ধাক্কা লেগে ডুবে গেলে নেত্রকোনা সদরের জাহাঙ্গীরপুর গ্রামের সেলিম হায়দারের স্ত্রী  দিলফা আক্তার মারা যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আহত অবস্থায় আরো ৭ জনকে কংশ নদী থেকে উদ্ধার করেছেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) স্বপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।

কামাল হোসাইন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।