নদীতে ভাসছে মা-মেয়ের মরদেহ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের ফিটু আলীর স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে রূপা খাতুন।
রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর উত্তর উজিরপুর ঘাট থেকে ভাসমান অবস্থায় প্রথমে রূপা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকেলে শিবগঞ্জ উপজেলার আটরশিয়া এলাকার পাগলা নদী থেকে মা মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, নদীতে পৃথক দুটি স্থানে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। সকালে নদীতে গোসল করতে নেমে মা-মেয়ে নিখোঁজ হন বলে ওসি জানান।
মোহা. আব্দুল্লাহ/এএম/আরআইপি