পানগুছি নদীতে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৫ আগস্ট ২০১৭

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা প্রমত্তা পানগুছি নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ নৌকাডুবির ঘটনার পর কোস্টগার্ড সদস্যরা দুপুরের দিকে জেলে হাবিবুর রহমানকে (৫৫) জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার বড় ভাই আইয়ুব আলী নিকারীকে (৭০) উদ্ধার করতে পারেনি। তাকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। নিখোঁজ জেলে আইয়ুব আলী বাগেরহাটের কচুয়া উপজেলার নাটইখালী গ্রামের মৃত বাবর আলী নিকারীর ছেলে।

কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরিদ আহমেদ বলেন, মংলা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী বার্জকে একটি কার্গো ঠেলে নিয়ে যাচ্ছিল। এ সময় মোড়েলগঞ্জ উপজেলা সদর বাজার সংলগ্ন পানগুছি নদীতে মাছ ধরার সময় কার্গোর ধাক্কায় জেলেদের ওই নৌকাটি ডুবে যায়।

পরে নৌকায় থাকা জেলে হাবিবুর রহমানকে উদ্ধার করা হয়। তবে ওই নৌকায় থাকা তার বড় ভাই আইয়ুব আলী এখন নিখোঁজ রয়েছেন।

মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিখোঁজ জেলের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে অভিযানে নেমেছে। কার্গো ‘আল হেরাত’ এর পাইলট নাজিমুলকে আটক করেছে কোস্টগার্ড।

মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুফতি কামাল হোসেন বলেন, চিকিৎসাধীন হাবিবুর রহমান আশঙ্কামুক্ত।

শওকত আলী বাবু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।