নেত্রকোনায় হত্যা মামলায় ১০ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৬ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

নেত্রকোনায় হত্যা মামলায় ১০ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস করে কারাভোগের আদেশ দেয় আদালত।

বুধবার বিকেলে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। পাশাপাশি মামলার অপর একটি ধারায় প্রত্যেক আসামিকে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিতরা হলেন- কেন্দুয়া উপজেলার ভুগিয়া গ্রামের কাসেম, মুখলেছ, শহীদ, মামুন,সাইকুল, লতিফ, সোহাগ, শিউলী, তানিয়া ও মুক্তা।

মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হওয়ায় মামলা থেকে তার নাম বাদ এবং অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ভুগিয়া গ্রামের জমি নিয়ে নূরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে আসামিদের র্দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি আসামিরা নূরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম ওই বছরের ১৮ ফেব্রুয়ারি ১৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছররের ২৪ এপ্রিল পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে আদালত এ রায় দেয়।

কামাল হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।