দিন দিন বড় হয়ে যাচ্ছে ফারিয়ার মাথা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৭ আগস্ট ২০১৭

অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় টিউমার নিয়ে যন্ত্রণার জীবন কাটছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্ব মৌদাম গ্রামের মজিবুর রহমানের ১৪ মাস বয়সের শিশু ফারিয়ার। এ অবস্থায় ফারিয়ার মা-বাবা চিকিৎসক ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন।

ফারিয়ার বাবা মজিবুর রহমান জাগো নিউজকে জানান, ফারিয়াসহ তাদের তিন ছেলে ও দুই মেয়ে সন্তান আছে। তিনি একজন হত-দরিদ্র কৃষক। জন্মের সময় ফারিয়ার কোনো সমস্যা দেখা যায়নি। জন্মের তিনদিন পর শিশুটির মাথায় ছোট একটি ফুসকুরির মতো দেখা দেয়। প্রথমে মনে হয়েছে এটি তেমন কোনো সমস্যা নয়। কিন্তু পর্যায়ক্রমে সেটি বড় হতে থাকে। পরে মেয়েটিকে একাধিক চিকিসৎক দেখানো হয়। চিকিৎসক এটিকে ব্রেইন টিউমার বলে চিহ্নিত করে চিকিৎসাও দেন।

ইতোমধ্যে চিকিৎসা করে তাদের লক্ষাধিক টাকা ব্যয়ও হয়েছে। এতে কোনো উন্নতি না হওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৌমিত্র সরকার অপারেশনের পরামর্শ দেন। কিন্তু শিশুটির দরিদ্র মা-বাবার পক্ষে অপারেশন করা সম্ভব হয়নি।

ফারিয়ার মা কোকিলা আক্তার জাগো নিউজকে জানান, বর্তমানে ফারিয়ার মাথার টিউমার অনেক বড় হয়ে গেছে। ধীরে ধীরে সেটি আরও বড় হচ্ছে। বড় মাথা নিয়ে সে সোজা হয়ে বসতে পারে না। মাঝে মধ্যে যন্ত্রণায় কাতর হয়ে দুই হাত দিয়ে মাথায় আঘাত করতে থাকে।

ফারিয়ার বাবার মোবাইল নম্বর ০১৯২৬-৮৭৪০৯৪।

কামাল হোসাইন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।