খালের ওপর স্থাপনা, ভাঙার নির্দেশ
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম কৃষি ব্যাংকের সামনে খালের ওপর পিলার দিয়ে দালান নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে খাল দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা ভাঙার নিদের্শ দিয়েছেন জেলা প্রশাসক।
সরেজমিনে দেখা গেছে, নবগ্রাম বাজার থেকে বিনয়কাঠি ভাড়ানি খাল দখল করে বাসস্ট্যান্ড ব্রিজ থেকে নবগ্রাম বড় ব্রিজের মাঝ বরাবরে কৃষি ব্যাংকের সামনে ৩টি ও বাসস্ট্যান্ড ব্রিজের পূর্ব পাশ সংলগ্ন ১টি দালান নির্মাণ করা হয়েছে।
এতে খালের অর্ধেক এবং এক তৃতীয়াংশ পরিমাণ জায়গা দখল করেই তৈরি হয়েছে এসব স্থাপনা। স্থানীয়দের অভিযোগ ইউনিয়ন তহশিলদার ভূমি মালিকদের সঙ্গে যোগসাজশে নীরব ভূমিকায় রয়েছেন।
স্থানীয়দের পক্ষ থেকে জনৈক রাহাত হোসেন নামের এক ব্যক্তি সদর উপজেলা ভূমি অফিসার বরাবরে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের অধীনে কুড়িয়ানা-বরিশাল-কড়াপুর খাল হতে আটঘর-স্বরুপকাঠি পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীরা ট্রলার ও নৌকাযোগে মালামাল বহন করে ব্যবসা করে আসছেন।
নবগ্রাম কৃষি ব্যাংকের সামনে রাস্তার পাশে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের কাজ চলছে। তাই খালটি যোগাযোগ ও মালামাল পরিবহনের জন্য অবৈধ দখলমুক্ত করা অতি জরুরি।
নবগ্রাম ইউনিয়নের তহশিলদার হুমায়ুন কবীর জানান, নবগ্রাম বাসস্ট্যান্ড ব্রিজ থেকে বড় ব্রিজ পর্যন্ত কয়েটি পাকা ভবনের কাজের শুরুতেই সদর উপজেলা ভূমি অফিসকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নির্দেশে সহকারী কমিশনার ভূমি (অ্যাসিল্যান্ড) ফারজানা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে সার্ভেয়ার এসে খাল মেপে ভবনের যতটুকু সরকারি খালের মধ্যে রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে সবকিছু দেখেও না দেখার ভান করে চলতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বলেন, বিষয়টি জেনে আমি সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।
মো. আতিকুর রহমান/এএম/আরআইপি