বাগেরহাটে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৩
বাগেরহাটের ফকিরহাটে মুক্তিপণের দাবিতে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া অপহৃত সুশান্ত রায় বাদী হয়ে ৫ জনকে আসামি করে বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছেন।
গতকাল শনিবার রাতে মুক্তিপণের টাকা পরিশোধ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে ছদ্দবেশে দুইজনকে ফকিরহাট উপজেলার ডাকবাংলো এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের তথ্য অনুযায়ী অপরজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের মো. মতিয়ার মোল্লার ছেলে রুবেল মোল্লা ওরফে ডলার (২৬) ও রাজপাট গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে রুবেল সরদার (২৮) ও একই গ্রামের মোসলেম শেখের ছেলে এনামুল শেখ (৩০)।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, গত শুক্রবার রাতে মংলার বুড়িরডাঙ্গা গ্রামের মৃত কিরন রায়ের ছেলে সুশান্ত রায় ও দিগরাজ এলাকার দুলাল ঘোষের ছেলে তপন ঘোষ প্রাইভেটকারযোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তাদের অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তাদের পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অভিযোগ পাওয়ার পর মুক্তিপণের টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অপহৃত সুশান্ত রায়ের স্ত্রী নমিতা রায় ও পুলিশের সাদা পোশাকে একটি দল ছদ্দবেশে শনিবার ফকিরহাট ডাকবাংলার সামনে আসতে বলে।
এ সময় তারা মুক্তিপণ নিতে আসলে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা স্বীকার করেছে মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়েছে বলেও জানান ওসি।
শওকত আলী বাবু/এএম/জেআইএম