মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য ঘেরের দখল নিয়ে সংঘর্ষে ছয় নারীসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইমাম ব্যাপারী, রুম্মান তালুকদার, অহিদা বেগমক ও হাফিজা আকতারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদের মধ্যে ইমাম ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক বলে মোড়েলগঞ্জ হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ছাড়াও গফ্ফার মল্লিক, আব্দুর রহিম মল্লিক, কুরসিয়া আক্তার মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জামিরতলা গ্রামে ছরোয়ার মল্লিকের দখলে থাকা ১০ বিঘা জমির একটি মৎস্য ঘের নিয়ে একই গ্রামের লুৎফর তালুকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে লুৎফর তালুকদার ওই ঘেরটি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে দু’দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সাতজনকে জখম করে। রাতেই ছরোয়ার মল্লিকের ঘরে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকেরা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতে মোড়েলগঞ্জ হাসপাতাল চত্বরেও একটি পক্ষ অপর পক্ষকে মারপিট করে। এ ঘটনায় জামিরতলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/পিআর