চিকিৎসা শেষে বাগেরহাটে ফিরছে আলিমুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৩ আগস্ট ২০১৭

অপারেশনের পর মাথার আকৃতি স্বাভাবিক হয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলার নয় বছর বয়সী শিশু আলিমুন শেখের। সে এখন বালিশে মাথা রেখে ঘুমাতে পারছে। যে উৎকণ্ঠা নিয়ে মা ছকিনা বেগমের সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন আজ তার অবসান ঘটতে চলছে। ঢাকা থেকে আগামীকাল বৃহস্পতিবার বাগেরহাটে ফিরছে আলিমুন।

আলিমুনের মাথার চারপাশে সাতটি বড় আকৃতির টিউমার ছিল। গত ২ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে অপারেশনের মাধ্যমে তা অপসারণ করা হয়। পরে তার মাথার সেলাই কাটাও হয়েছে।

এদিকে আলিমুনের মাথার টিউমারের অপারেশন হলেও তার কান, পিঠ ও হাঁটুর টিউমারগুলোর অপারেশন এখনও হয়নি। পর্যায়ক্রমে এসব অপারেশন হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে মা ছকিনা বেগমের সঙ্গে আলিমুন ঢাকা থেকে বাড়ি ফেরার আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়া সুলতান ওশান তাদের সঙ্গে ছিলেন।

তবে আলিমুন ঢাকা থেকে বাড়ি ফিরলেও এক মাস পরে তার শরীরে বিশেষ করে পিঠ ও কানের টিউমার অপারেশনের জন্য আবার তাকে ঢাকায় ফিরতে হবে। এক মাস পর তাকে দ্বিতীয় ধাপের চিকিৎসার জন্য প্রথমে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হবে।

প্রসঙ্গত, বাগেরহাটের কচুয়া উপজেলার সোনারকান্দি ইউনিয়নের মৃত সিদ্দিক শেখের নয় বছর বয়সী ছেলে আলিমুন শেখ দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় মাথায় টিউমার নিয়ে জীবনযাপন করছিল। এ সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় হোমিও চিকিৎসা করালেও কোনো লাভ হয়নি।

দেড় বছর বয়সে আলিমুনের বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তার মা ছকিনা বেগম। দিনমজুরি করে সংসার চালাতে এক সময় তিনিও হিমশিম খেয়ে আরেকটি বিয়ে করেন।

মায়ের বিয়ের পর আলিমুন ও তার বড় ভাই আরও অসহায় হয়ে পড়ে। ঠাঁই হয় দিনমজুর চাচার বাড়িতে। সেখানেই অভাব-অনটনে বড় হতে থাকে আলিমুন। একপর্যায়ে তার ওপর সুদৃষ্টি পড়ে এলাকার পল্লীচিকিৎসক জাহিদের। তিনি ফেসবুকে আলিমুনের চিকিৎসায় সহায়তা চেয়ে ছবি পোস্ট করেন। এরপর বিষয়টি জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগের নজরে আসে।

গত ১৫ জুলাই জাগো নিউজে ‘বিরল রোগে আক্রান্ত আলিমুন’ শিরোনামে আলিমুনের অসহায়ত্ব ও অসুস্থতা নিয়ে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে পড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের। এরপর তিনিই আলিমুনের চিকিৎসায় এগিয়ে আসেন এবং গত ১ আগস্ট আলিমুনকে দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে যান। সেখানে তাকে আর্থিকভাবে সহযোগিতাও করেন।

শওকত বাবু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।