নেত্রকোনা পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৬ জুন ২০১৫

কোনো প্রকার নতুন কর আরোপ না করেই নেত্রকোনা পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বছর বাজেটে ৪৬ লক্ষ টাকা আগত তহবিলসহ বার্ষিক আয় ধরা হয়েছে ৫৯ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩৬৮ টাকা এবং ৬৬ লক্ষ ৭০ হাজার ৫৩২ টাকা। সমাপনী স্থিতিসহ সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩৬৮ টাকা।

শনিবার দুপুরে নেত্রকোনা পৌরসভার সম্মেলন কক্ষে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র প্রশান্ত কুমার রায় শহরের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাসহ এ বাজেট উপস্থাপন করেন।

প্যানেল মেয়র আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ,প্যানেল মেয়র-৩ রত্না আক্তার, পৌর কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কামাল হোসাইন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।