৪র্থ দিনের মতো যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৬ আগস্ট ২০১৭
ফাইল ছবি

টানা ৪র্থ দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার সকাল থেকে সারারাত থেমে থেমে যানজট থাকলেও শনিবার সকাল থেকে গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দেয়।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুর রহমান জানান, আসন্ন ঈদ উপলক্ষে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এ কারণে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। এরফলে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।