শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:১৬ এএম, ৩০ আগস্ট ২০১৭

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। পাশাপশি চাপ রয়েছে ছোট ছোট যানবাহনের।

বুধবার সকাল থেকেই যাত্রীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও কিছুটা বৃদ্ধি পায়। এ অবস্থায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় ৩ থেকে ৪ শতাধিক যানবাহন রয়েছে।

jam

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, বুধবার সকাল থেকে ছোট বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি যাত্রীসহ যানবাহন পারাপার করছে। ঘাট এলাকায় যাত্রীবাহী ও পণ্যবাহীসহ ছোট বড় মিলিয়ে ৩ থেকে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সবজি বা কাঁচামালসহ গরু বহনকারী ট্রাকগুলোকে যথাযথভাবে পারাপার করা হচ্ছে।

jam

এদিকে যাত্রী পারাপারের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও মাঝীকান্দি নৌরুটে ৮৭টি লঞ্চসহ প্রায় ৩ শতাধিক সি-বোট রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।