লঞ্চের ধাক্কায় পা গেল দুই যুবকের
মুন্সীগঞ্জ সদর লঞ্চ টার্মিনালে ঢাকা-ভান্ডারিয়াগামী একটি লঞ্চের ধাক্কায় দুই যুবকের পা থেতলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডেকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈদুল আজহার দিন (শনিবার) সন্ধ্যা ৭ টায় মুন্সীগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার লঞ্চঘাটে ঢাকা-ভান্ডারিয়া-হুলারহাট গামী যাত্রীবাহী লঞ্চ ‘আওলাদ-২’ এর ধাক্কায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোস্তফা (১৮) ও রাশেদ (১৮)। তারা চাঁদপুরের বাসিন্দা বলে জানা যায়। তারা বাড়িতে যাওয়ার জন্য মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে অপেক্ষা করছিলেন।
লঞ্চঘাট এলাকার দোকানী মো. হাসান জানান, আওলাদ-২ লঞ্চটি নিয়মিত এই ঘাটে ভিড়ে। সন্ধ্যার দিকে লঞ্চটি হঠাৎ করেই টার্মিনালের অনেক উপরে উঠে যায়। দুর্ঘটনা ঘটিয়ে লঞ্চটি তাৎক্ষণিক সটকে পড়ে। ঘাটে উপস্থিত জনসাধারণ ঘটনার পরপরই যুবকদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. প্রণয় বলেন, ছেলে দুটো মারাত্মকভাবে আহত হয়েছে। একজনের একটি পা নিশ্চিত ফেলে দিতে হবে। দুজনের চার পা-ই ঝুঁকিতে আছে। আমরা তাদের ঢাকায় পাঠিয়েছি।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য পুলিশ যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর