মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিলই বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সবুজ (২৭), মো. বিল্লাল দেওয়ান (৪০), আবুল কালাম (৫০), মো. খোকন (৪৮), মো. মাসুদ (১৪), মাসুদ মিজি (৪৪) ও মো. হানিফ (৪৩)।

nn

আহত খোকন জানান, শিলই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগসমর্থিত মেম্বর বাছেদ খাঁ বিএনপির বাদশা ব্যাপারী, সৈয়দ ব্যাপারীসহ আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের দেওয়ান ও মৃধা গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় বাছেদ খাঁ গ্রুপ থেকে বোমা এবং গুলিবর্ষণ করা হয়। এতে সাতজন গুলিবদ্ধসহ ১০ জন আহত হন। এর মধ্যে রিকশাচালক মো. মাসুদ ও বাজারে থাকা সাধারণ মানুষও গুরুতর আহত হন।

mm

মুন্সিগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার মো. শাখাওয়াত হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় শর্টগানের গুলিতে সাতজন গুলিবদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

ভবতোষ চৌধুরী নুপুর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।