শরীয়তপুরে নদীতে নিখোঁজ সেই ছেলের মরদেহ উদ্ধার
শরীয়তপুরে নদীতে গোসল করতে গিয়ে বাবা আনিছ সিকদারের মরদেহ উদ্ধারের পর নিখোঁজ ছেলে আকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ছেলে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার নিখোঁজের ৩ ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে বাবা আনিছের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের খানকান্দি গ্রামের জয়নগর বাজার ব্রিজ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে বাবা-ছেলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বাবার মরদেহ উদ্ধারের পর সকালে ছেলে আকাশের মরদেহ উদ্ধার করা হয়।
মো. ছগির হোসেন/এএম/আইআই