ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ। এবারের ঈদ যাত্রার মতো ফেরার পথেও নেই যানজটের ভোগান্তি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে যান বাহনের চাপ থাকলেও নেই যানজট।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, করটিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মহাসড়কে যান চলাচলে রয়েছে ধীরগতি। কখনো কখনো যানবাহনের দীর্ঘ লাইন লেগে গেলেও আবার নিমিষেই স্বাভাবিক হয়ে যাচ্ছে মহাসড়ক। তবে অনেকেই বাসে সিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস ও ট্রাকের ছাদে করে গন্তব্যস্থলে ফিরছেন। আবার অনেককে বাসের জন্য ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন শুক্রবার কর্মরত ছিলেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে। তিনি বলেন, মহাসড়কের সকাল থেকে ডিউটি করছি। গাড়ির প্রচুর চাপ রয়েছে। তবে দুর্ঘটনা কিংবা যানজট নেই। মানুষের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে মহাসড়কে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে। আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

তিনি আরও জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে প্রতিদিন ২০-২৩ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০-৭৫ হাজারে।
তবে যাত্রীবাহী বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। ভূঞাপুর থেকে চন্দ্রাগামী হাফিজুর রহমান নামের এক পোশাক শ্রমিক হাইচয়েজ নামক একটি বাসে যাত্রাকালে অভিযোগ করে বলেন, কী করবো ভাই ঢাকায় কাজেতো যেতে হবে। বছরের অন্যান্য সময় ভাড়া যেখানে নেয় ১০০ টাকা এখন সেই ভাড়া নিচ্ছে ৩০০ টাকা। প্রয়োজনের তাগিদেই অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আইআই