নড়াইলে প্রাণআপ নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর (শনিবার) নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৫টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণআপ নৌকা বাইচের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নৌকাবাইচ প্রস্ততি সম্পর্কে বক্তব্য দেন এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু।

তিনি জানান, এস এম সুলতান প্রাণআপ নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার দুপুর ২টায় নড়াইল শহরের শেখ রাসেল সেতু এলাকায় থেকে শুরু হবে। তিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রতিযোগিতা শেষ হবে এস এম সুলতান সেতুতে গিয়ে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। প্রতিযোগিতায় নারী ও পুরুষ গ্রুপে মোট ২০টি নৌকা অংশগ্রহণ করবে। এর মধ্যে নারীদের ৫টি এবং পুরুষদের ১৫টি নৌকা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।