কিশোরের বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরের বিরুদ্ধে ৫ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকেল ৩টার দিকে পৌর শহরের কুমামশীল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত কিশোর রানা (১৫) ওই এলাকার প্রবাসী আবদুল্লা মিয়ার ছেলে।
শিশুটির মা জাগো নিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের সড়কে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী রানা তাকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি তিনতলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালায়। পরে শিশুটি বাড়িতে এসে মাকে সব জানায়।
শিশুটির মা আরও জানান, সন্ধ্যায় রানার পরিবারের লোকজন হাসপাতালে এসে হুমকি দিয়ে গেছেন; যদি থানায় অভিযোগ দেওয়া হয় তাহলে ইন্টারনেটে শিশুটির ভিডিওচিত্র ছেড়ে দেবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুল সঞ্চয়/এসআর