সাতক্ষীরাবাসী মনে রাখায় আনন্দিত বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। এই কর্মদিবসে বিভিন্ন দফতর থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। তিনি পদোন্নতি নিয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করবেন।

এদিন সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার আবদুস সামাদকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়েছে। এর আগে সোমবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনারকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানান।

বিদায়ী বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, সাতক্ষীরাবাসী আমাকে মনে রেখেছে এ জন্য আমি আনন্দিত। সকলের ভালোবাসা পেয়ে ধন্য ও গর্বিত। সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।