কোটি টাকার সরকারি বই লাখ টাকায় বিক্রি
চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারের দেয়া ২০১৬ সালের উদ্বৃত্ত কোটি টাকা মূল্যের বই মাত্র ১ লাখ ২১ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। বিক্রিকৃত বইয়ের ওজন হয়েছে ৬ হাজার ৫৯২ কেজি।
এভাবে প্রায় প্রতি বছরই বিনামূল্যের উদ্বৃত্ত বই নিলামে নামমাত্র মূল্যে বিক্রি হয়ে আসছে। এতে প্রতি বছর অতিরিক্ত বই ছাপিয়ে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম জাগো নিউজকে জানান, ২০১৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদানকৃত উদ্বৃত্ত বইগুলো নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে প্রতি কেজি বইয়ের দাম উঠেছে সাড়ে ১৮ টাকা করে। এই হিসাবে চাঁদপুরের ৮ উপজেলায় ৬ হাজার ৫৯২ কেজি উদ্বৃত্ত বই বিক্রি করা হয়েছে। যার মূল্য ১ লাখ ২১ হাজার ৯৫২ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।
অভিজ্ঞ মহল মনে করেন, প্রতি বছর এভাবে সারা দেশে উদ্বৃত্ত বই থাকলে এবং বিক্রি করলে সরকার বিরাট অংকের ক্ষতিগ্রস্ত হবে। তাই উদ্বৃত্ত বই যেন না থাকে সে ব্যাপারে এখন থেকেই পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ ব্যবস্থা নেবে।
ইকরাম চৌধুরী/এফএ/এমএস