প্রাণ চাটনি জীবনের গল্প মেলা


প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১২ জুন ২০১৫

প্রাণ চাটনি জীবনের গল্প নিয়ে মেগা অনুষ্ঠান হয়ে গেল মাদারীপুরের থানতলী এলাকায় অবস্থিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়।

এই দারুণ অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলো প্রাণ-আরএফএল গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম

অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী উপস্থিত থেকে প্রাণ চাটনি জীবনের গল্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৪ হাজার প্রতিযোগির মধ্য থেকে সেরা ১০ জনের হাতে ক্রেস্ট, সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেন।

এসময় রোকেয়া প্রাচী তার কণ্ঠে প্রথম বিজয়ীর লেখা গল্পটি পড়ে শুনান।

এছাড়াও জেলায় সমাজের জন্য ভূমিকা রাখায় মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা ও দৈনিক সুবর্ণগ্রামের বার্তা সম্পাদক আয়শা সিদ্দিকা আকাশীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. উবাইদুর রহমান খান, প্রাণের ইভেন্টস ম্যানেজার পার্থ প্রতিম মিশরা, প্রাণের ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে সবশেষে কণ্ঠশিল্পী রুপম গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।