বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

বান্দরবান শহরে একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বশর নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. কাশেমের ছেলে বশর। তবে তিনি বান্দরবানের লাঙ্গিপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, জেলা শহরের প্রু আবাসিক হোটেলের চতুর্থ তলায় পিলার ভাঙার কাজ করছিল বশরসহ আরও কয়েকজন। এ সময় ভাঙা পিলারটির একটি রড পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের ১১ হাজার ভোল্টের তারের ওপর এসে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বশর।

বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈকত দাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।