মুন্সিগঞ্জে শিল্প প্রতিষ্ঠানে আগুন, নিহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে মিলের ৪র্থ তলায় আগুন লাগে। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন ফ্লোরে বেশকিছু শ্রমিক আটকে পড়েন।এসময় ৫ জন পুরুষসহ ১ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

fire

এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের ফুলকি গিয়ে কেমিক্যাল পদার্থের উপর লাগলে ঐ স্থান থেকে আগুনের সূত্রপাত।

তিনি আরো জানান, মুন্সিগঞ্জ ২টি ইউনিট ও নারায়ণগঞ্জের ১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪ তলাসহ বিভিন্ন ফ্লোর মিলিয়ে ৬ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।