মাদারীপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে অর্নাস-মাস্টার্স শ্রেণিতে পাঠদানে কর্তব্যরত শিক্ষকদের চাকুরি এমপিওভুক্তসহ ৮ দফা দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে কলেজের শিক্ষকসহ ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক বশীর আহম্মদ, কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন দুলালসহ অন্যরা।

এসময় বক্তারা দ্রুত তাদের ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে আহ্বান জানান।

একেএম নাসিরুল হক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।