নেত্রকোনায় ৪৫৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
‘ঢাকের বাদ্য শঙ্খ ধ্বনি, ছড়িয়ে দিতে শান্তির বাণী, বছর শেষে আবার এলো মা দুর্গার আগমন’- এ বার্তা নিয়ে নেত্রকোনায় ৪৫৫টি পূজামণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এ বছর নেত্রকোনা শহরসহ ১০টি উপজেলায় ৪৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা উদযাপিত হবে। নেত্রকোনা পৌরসভায় ৪৬টি, সদর উপজেলায় ৫৪টি, দুর্গাপুরে ৫৬টি, কমলাকান্দায় ৫৬টি, বারহাট্রায় ৪৯টি, কেন্দুয়ায় ৩৯টি, আটপাড়ায় ৩৬টি, মদনে ১৪টি, মোহনগঞ্জে ৩১টি, খালিয়াজুরিতে ৩১টি ও পূর্বধলায় ৪৯টি পূজামণ্ডপে সাজানোর কাজসহ পূজার প্রস্তুতি চলছে পুরোদমে।
মা দুর্গাকে মনের মতো করে সাজাতে রং তুলির আঁচড় দিতে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। পূজা উপলক্ষ্যে জেলার প্রতিটি পূজামন্ডপ ও মন্দির সুসজ্জিত করার কাজ চলছে পুরোদমে। এর সঙ্গে শহর ও নিকটবর্তী বড় মণ্ডপগুলোয় নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ব্যয়বহুল প্যান্ডেল। নির্বিঘ্নে পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনীরও রয়েছে বাড়তি নজরদারি।
জেলার প্রতিটি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় এক মাস ধরে প্রতিমা শিল্পীরা তাদের শৈল্পিক কাজে আধুনিকতা ও নতুনত্বের ছোঁয়ায় নিপুণ আঁচড়ে তৈরি করছেন প্রতিমা। দিনরাত কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে মণ্ডপে মণ্ডপে প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা রায় জাগো নিউজকে জানান, আগামী ২৫ সেপ্টেম্বর সোমবার বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ৩০ সেপ্টেম্বর শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ আয়োজনের।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা জাগো নিউজকে জানান, জেলার ১০টি উপজেলার সবকটি মণ্ডপ ও মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। উৎসব নির্বিঘ্নে করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরল ইসলাম খান জাগো নিউজকে জানান, পৌরসভার রাস্তা-ঘাট সংস্কার, বিদুৎ ব্যবস্থা, পানি সরবরাহ ও নিষ্কাশন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পৌরসভা থেকে ৪৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। পৌরসভাকে সুসজ্জিত করার লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ১১০ টি নতুন সড়ক বাতি স্থাপন করা হবে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জাগো নিউজকে জানান, হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে জেলার ১০টি উপজেলায় নির্ভিঘ্নে পূজা উদযাপনে মানুষের নিরাপত্তার জন্য কয়েক স্থরে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় র্যাব নিয়মিত বিভিন্ন পূজা মণ্ডপে টহল দেবে।
জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান জাগো নিউজকে জানান, শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।
কামাল হোসাইন/আরএআর/পিআর