নাইক্ষ্যংছড়ি যাচ্ছেন ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সফর করবেন।

জেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের তুমব্রু এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে তিনি যাচ্ছেন।

শনিবার দুপুরে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সঙ্গে ফোনালাপে বান্দরবান সফরের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই ব্যাপারে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির এপিএস সাদেক হোসেন চৌধুরী বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাইক্ষ্যংছড়ি সফরে আসাকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।

সৈকত দাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।