বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০৮:০০ এএম, ১৬ জুন ২০১৫

বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে।  অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান।  মঙ্গলবার সকালে বান্দরবান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী বাসি খাবার সংরক্ষণ ও হোটেল অব্যবস্থাপনার দায়ে বান্দরবান হোটেলকে ২ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা এবং হোটেল এম আমিরাবাদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।

সৈকত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।