মাদারীপুরে বাসচাপায় পথচারী নিহত
মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি ঘাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়। এসময় আরো দুই পথচারী গুরুতর আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দলিল উদ্দিন মাদাবর (৬০)। তিনি শিবচরের চরজানাজাত ইউনিয়নের আবদুল আজিজ খানের কান্দি গ্রামের মৃত তারাই মাদবরের ছেলে।
মাদারীপুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) উত্তম কুমার শর্মা ও প্রত্যক্ষদশীরা জানান, মঙ্গলবার দুপুরে ভাঙ্গা থেকে কাওড়াকান্দিমুখী একটি যাত্রীবাহী বাস (যশোর-গ-১২১০) কাওড়াকান্দি ঘাট এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী দলিল উদ্দিন মাদাবরকে (৬০) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসস্টান্ডে থাকা ৪টি বাস, একটি সিএনজি ও একটি মাইক্রোবাস দুমরে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ওই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটিকে আটক করেছে পুলিশ ।
একে এম নাসিরুল হক/এসএস/আরআইপি