নিপীড়িত রোহিঙ্গাদের পাশে ‘বন্ধু তোমাকে চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ‘বন্ধু তোমাকে চাই’ অসহায় মানুষের পাশে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য পাঁচ শতাধিক ত্রাণের প্যাকেট নিয়ে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন সংগঠনের নেতারা।

প্রতিটি প্যাকেটে তিন কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি চিড়া, আধা কেজি সুজি, ১০০ গ্রাম করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, টুথ পাউডার এবং বিস্কুট রয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পীরবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

সংগঠনটির উপদেষ্টা মাহবুবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল-আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে রোহিঙ্গাদের চলমান এ সংকট সমাধানে সরকারের সঙ্গে সবাইকে কাজ করতে হবে।

পরে আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

আজিজুল সঞ্চয়/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।