শেখ হাসিনার জন্মদিনে মুন্সীগঞ্জে ৭১টি রিকশা প্রদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জে মিলাদ মাহফিল, দোয়া এবং ৭১ জন হতদরিদ্র মানুষকে বিনামূল্যে রিকশা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্দোগে এ রিকশা প্রদান করা হয়।

মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে রিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (উপ-সচিব) আবু সালেহ্ মো. মহিউদ্দিন খাঁ।

rikhsha

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, প্যানেল মেয়র সুলতান বেপারী, প্যানেল মেয়র-২ আনোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর নাগিস আক্তার, হোসনে আরাসহ পৌর কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।

রিকশা প্রদান শেষে ৭১টি রিকশা নিয়ে র্যালি করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এই ৭১ জন রিকশাচালক প্রতিদিন তাদের আয় থেকে পৌরসভার কোষাগারে ২০ টাকা করে জমা রাখবেন বলে অনুষ্ঠান থেকে জানানো হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।