ভাণ্ডারিয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ১০:০২ এএম, ১৭ জুন ২০১৫

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মন্টু কবিরাজকে (৩৮) বুধবার গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে ভাণ্ডারিয়া বন্দরের বসত বাড়ির জ্বালানি কাঠের ঘর থেকে তিন রাউন্ড বন্দুকের গুলি, একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃত মন্টু কবিরাজ (৩৮) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, ঝালকাঠি জেলার কাঠালিয়াসহ বিভিন্ন থানায় প্রায় অর্ধ-ডজন ডাকাতিসহ দস্যুতার মামলা রয়েছে। সে এর আগে বিভিন্ন মামলায় একাধিকবার সাজা খেটেছে। তার বিরুদ্ধে বুধবার ভাণ্ডারিয়া থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। সে ভাণ্ডারিয়ার আজাহার কবিরাজের ছেলে।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, এ বিষয়ে থানার এসআই আ. হক বাদী হয়ে বুধবার অস্ত্র আইনে মামলা দয়ের করেন। যার ভাণ্ডারিয়া থানার মামলা নং ১৭-০৬-১৫।

মামলার বাদী থানার এসআই আ. হক জানান, মন্টু কবিরাজের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় ৫-১০-১৩, ৭-৫-১৫, মঠবাড়িয়া থানায় ১২-১০-১৩, ঝালকাঠি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল আদালতে অস্ত্র আইনে ১৬/১২, কাঠালিয়া থানায় ৫-১২-০৬, ৫-২-১৫ অস্ত্র আইনে, ডাকাতি প্রস্তুতি, মাদকসহ ৮টি ছাড়াও আরো বিভিন্ন থানায় মামলা ও মাল উদ্ধার রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সার্কিট হাউজ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী থেকে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দেশীয় অস্ত্র, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধারের পর বুধবার তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তাকে গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পিরোজপুরে আদালতে পাঠানো হয়েছে।

হাসান মামুন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।