১৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:১৫ এএম, ০২ অক্টোবর ২০১৭

১৬ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার বেলা ১২টা থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা বিভাগের সঙ্গে রাজধানীসহ উত্তারাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রোববার রাতেই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে পৌঁছানোর পর সোমবার ভোর থেকে ডাউন লাইন দিয়ে আংশিক রেল যোগাযোগ শুরু হয়। বেলা ১২টা থেকে দুটি লাইন দিয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। ভেড়ামারা স্টেশন মাস্টার শামছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

train2

তিনি জানান, গতকাল রোববার রাত ৮টায় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেসটি ভেড়ামারা স্টেশনে প্রবেশের আগে দক্ষিণ রেলগেটে দুটি বগি লাইনচ্যুত হয়। ওই ঘটনার পর আপ ও ডাউন উভয় লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে খুলনার সঙ্গে রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাতেই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সোমবার ভোরের দিকে ডাউন লাইন ব্যবহারযোগ্য হয়। ফলে ওই লাইন দিয়ে আংশিক রেল যোগাযোগ চালু করা সম্ভব হয়।

দুর্ঘটনার ১৬ ঘণ্টা পর সোমবার বেলা ১২টা থেকে পুনরায় আপ ও ডাউন লাইন দিয়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আল মামুন সাগর/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।