রংপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:২৯ এএম, ০২ অক্টোবর ২০১৭

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

accident2

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার থনকা গ্রামের মনোয়ারা বেগম (৪০), একই উপজেলার বিরল গ্রামের মজনু মিয়া (৩৫) ও আব্দুল কুদ্দুস মিয়া (৬০)। এ ঘটনায় আহত রিপন, সালামসহ অজ্ঞাতনামা একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজনের বাড়িও বগুড়ার শেরপুরে।

accident2

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টার দিকে বগুড়া থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা মনোয়ারা ও মজনু ঘটনাস্থলেই মারা যান।

accident2

আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত তিনজনের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।

জিতু কবীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।