কুষ্টিয়ায় ইলিশ শিকারের দায়ে ৫ জেলের কারাদণ্ড
আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে ৫ জেলের কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার উপজেলার চর জগন্নাথপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দণ্ডিত করা হয়।
দণ্ডিতরা হলেন পাবনা জেলার চর আশুতোষপুর গ্রামের আলাল, লেবু, রফিক, কালাম ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর গ্রামের ইসমাইল।
এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান। এ সময় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় পুলিশ আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দ ৫০ হাজার মিটার কারেন্ট জালে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আল-মামুন সাগর/এএম/এমএস