কুড়িয়ে পাওয়া স্বর্ণের দুল ফিরিয়ে দিতে গিয়ে অপবাদ অতঃপর...
মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছেন ফয়সাল (১৮) নামে এক যুবক। সোমবার বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, দুইদিন আগে পার্শ্ববর্তী বাড়ির রিয়া (১৩) নামের একজনের কিছু নগদ অর্থ ও স্বর্ণের দুল হারিয়ে যায়। সোমবার দুপুরে ফয়সাল তাদের বাড়ির পেছন থেকে একটি কানের দুল (স্বর্ণের) কুড়িয়ে পেয়ে রিয়ার পরিবারকে দিতে যায়। এমতাবস্থায় ওই পরিবারের সদস্যরা তাকে চুরির অপবাদ দেয়। এ অপবাদ সইতে না পেরে ফয়সাল বাড়িতে এসে আত্মহত্যা করেন।
মৃতের বাবা মো. শাহীন জানান, দুই দিন আগে পাশের বাড়ির মেয়ে রিয়ার কানের দুল ও নগদ টাকা হারিয়ে যায়। আজ দুপুরে আমার ছেলে ফয়সাল তাদের বাড়ির পেছন দিক থেকে দুল জোড়া কুড়িয়ে পেয়ে তা দিতে গেলে চুরির অপবাদ দেন তারা। অপবাদ সইতে করতে না পেরে ঘরে গিয়ে আত্মহত্যা করেন।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, আমরা ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিকরা রিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি তারা।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি