ঠাকুরগাঁওয়ে ৭০ হাজার তাল বীজ বপন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৪ অক্টোবর ২০১৭

বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে ৭০ হাজার তাল বীজ বপন অভিযান শুরু হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার সদর উপজেলা আক্চা ইউনিয়নে ১১ কিলোমিটার এলাকায় তাল বীজ বপন করে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

বীজ বপন অভিযান উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ, জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম বলেন, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ঠাকুরগাঁও জেলায় ৭০ হাজার তাল বীজ বপন করা হবে। ইতোমধ্যে ১৫ হাজার বীজ বপন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৫টি উপজেলায় বাকি বীজ বপন করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, তাল গাছ মানুষের জন্য উপকারি গাছ। বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে তাল গাছ। কালের বির্বতনে মানুষের উপকারী তাল গাছ বিলুপ্ত হয়ে যাওয়ায় বজ্রপাতে এখন অনেক মানুষ মারা যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিকভাবে তাল বীজ বপন অভিযানের মাধ্যমে ৭০ হাজার তাল বীজ বপন করা হবে।

মো. রবিউল এহসান রিপন/আরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।